Monday, September 8, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollশক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, শুক্রবার থেকেই পালটে যাবে আবহাওয়া

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, শুক্রবার থেকেই পালটে যাবে আবহাওয়া

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি

ওয়েবডেস্ক- সকাল থেকেই রোদ মাঝে মধ্যে আকাশ মেঘলা (Cloudy Sky) করে আসছে, সেই সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত (Humidy) অস্বস্তি। মাঝে মাঝে চলেছে ঝিরিঝিরি বৃষ্টি (Drizzling rain) । পুজোর আগে ও পরে কী রকম আবহাওয়া থাকবে, সেই নিয়ে বেজায় উদ্বিগ্ন বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) খবর অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে (Bay Of Bengal) নিম্নচাপ (Low Pressure) তৈরি হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে (Odisha Cost) সৃষ্ট এই নিম্নচাপ আরও শক্তি বাড়াছে। আগামী দুদিনে সেই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ওড়িশা সংলগ্ন এলাকায় প্রভাব ফেলবে। নিম্নচাপ দক্ষিণ দিকে হেলে রয়েছে। ক্রমশ সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। আগামী দুদিনে সেই সুপষ্ট নিম্নচাপে পরিণতি হতে পারে। এর প্রভাব পড়বে ওড়িশা সংলগ্ন এলাকায়। এই অক্ষরেখা গঙ্গানগর, সিরসা, ডাটিয়া ও ডালটনগঞ্জের উপর দিয়ে ওড়িশা ও বঙ্গোপসাগরের উপর দিয়ে এগিয়ে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । তবে এর প্রভাবে এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

আরও পড়ুন- পুজোতে সুখবর! খুলতে চলেছে রুফটপ রেস্তোরাঁ

কলকাতার আকাশে আজ সকাল থেকে মেঘ রোদের লুকোচুরি চলছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত মেঘলা আকাশের পূর্বাভাস। তবে মাঝে মধ্যে চড়া রোদের আনাগোনা। সেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এর মধ্যে রয়েছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায়। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে। তবে দক্ষিণবঙ্গে না হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টিতে ভিজবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতেও। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় । বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।  শনিবারেও আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। তবে বিক্ষিপ্ত ভাবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে।

দেখুন আরও খবর-

Read More

Latest News